আশরাফুলের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে আজ

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ১৪:০৬ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১৫:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৩ সালের আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। পরে তার সাজার মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়। মোহাম্মদ আশরাফুলের এই সাজার মেয়াদ শেষ হচ্ছে আজ।

বিপিএলের পরবর্তী আসরে অংশ নিতে পারবেন মোহাম্মদ আশরাফুল। নিজেকে প্রমাণ করতে পারলে তিনি জাতীয় দলেও খেলতে পারবেন। কিন্তু ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার কি আর জাতীয় দলে খেলার সুযোগ পাবেন? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, আশরাফুলের জাতীয় দলে ফেরাটা সহজ হবে না।

মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আশরাফুল দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। সুতরাং, এখন তাকে ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে খেলতে হবে এবং ফিটনেস প্রমাণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

মোহাম্মদ আশরাফুল এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ২৭৩৭, ওয়ানডেতে ৩৪৬৮ ও টি-টোয়েন্টিতে ৪৫০ রান করেছেন।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এসইউএল)