স্পেনের সংগীত উৎসবে ধস, আহত ৩০০

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ১৬:৩৮ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮, ১৬:৫১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

স্পেনের একটি সংগীত উৎসবে কাঠের তৈরি মেঝে ধসে তিনশ’ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

সোমবার বিবিসির এক খবরে বলা হয়, স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ভিগোতে দুই দিনব্যাপী ‘ও ম্যারিসকুইনো’ উৎসবে একজন র‍্যাপ সংগীতশিল্পী গান গাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

রবিবার মাঝরাতে র‍্যাপ সংগীতশিল্পী রেলস বি গান পরিবেশন করার পর এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনা কেউ মারা যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আতঙ্কগ্রস্ত লোকজন নিরাপদে যাওয়ার জন্য দ্বিগবিধিক ছোটাছুটি শুরু করে দেয়। তাদের অনেকে সাগরে লাফিয়ে পড়ে। দর্শকদের অধিকাংশ কিশোর-কিশোরী ছিল।

মোবাইল ফোন এবং হাতব্যাগ ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

বেশ কয়েকটি জরুরি দল আহতদের উদ্ধার করতে কাজ করছে এবং সাগরেও তল্লাশি চালাচ্ছে। যাতে করে কেউ ধ্বংসস্তূপে আটকা পড়ে না থাকে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসআই)