পুলিশের উদ্যোগে পাঁচ হাজার চারা বিতরণ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ১৮:১৯

প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নাটোরের সিংড়ায় পাঁচ হাজার গাছের চারা বিতরণ করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টায় নাটোর জেলা পুলিশের কর্মসূচির অংশ হিসেবে সিংড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে চলনবিলের একমাত্র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি থেকে বৃক্ষ রোপন ও এক হাজার শিক্ষার্থীদের চারা বিতরণ করেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সিনিয়র শিক্ষক আফসার উদ্দিন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, শিক্ষক মিলন হোসেন, প্রমুখ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ শ্যামল সিংড়া গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :