এবার ঠাকুরগাঁওয়ে হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২১:৪৩ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ২১:৪০

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিতসা সেবা নিতে এসে বারান্দায় সন্তান প্রসব করলেন আয়শা আক্তার (১৯) নামে এক গৃহবধূ। সোমবার দুপুরে একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন ওই মা।

এর আগে রবিবার দিনাজপুরের ফুলবাড়িতে নার্সের দুর্ব্যবহারের শিকার হয়ে এক নারী গাছতলায় সন্তান প্রসব করেন। এ ঘটনায় দুটি তদন্ত কমিটিও করা হয়েছে। এরই মধ্যে ঠাকুরগাঁওয়ের এ খবর এল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামের কৃষিশ্রমিক হায়দার আলীর স্ত্রী আয়শা আক্তার (১৯) সোমবার সকালে প্রসব বেদনা নিয়ে শহরের আধুনিক সদর হাসপাতালে আসেন। পরিবারের লোকজন তাকে দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কিন্তু ভর্তির কাজ সারতে দেরি করছিল হাসপাতালের লোকজন।

এরই মধ্যে মাত্রারিরিক্ত প্রসব বেদনায় হাসপাতালের বারান্দায় গড়াগড়ি করতে থাকেন ওই গৃহবধূ। সেখানে উপস্থিত নারীরা ছুটে এসে সন্তান প্রসব মুহূর্ত বুঝতে পেরে ততক্ষণাৎ গায়ের ওড়না টেনে ধরে গোল করে ধরে। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন ওই প্রসূতি মা।

পরে হাসপাতালের গাইনি ওযার্ডের লোকজন ছুটে এসে তাকে লেবার কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ততক্ষণে প্রসূতির পরিবারের লোকজন তাকে হাসপাতালের বাইরে থাকা গাড়িতে তুলে বাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসক সুব্রত কুমার সেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/প্রতিনিধি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :