তাজুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ০৯:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সাতবারের নির্বাচিত এই সংসদ সদস্যের মৃত্যুতে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালাম।’

এছাড়া তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

তারা এক শোকবার্তায় বলেন, তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবীদকে হারালো।

কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১২টার কিছু আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাজুল ইসলাম। কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ঢাকাটাইমস/১৪আগস্ট/টিএ/এমআর