এক ছাদের নিচে ঈদের সব কেনাকাটা

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ০৯:৪৪ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ০৯:৩৯

রাজধানীর ধানমন্ডির উইমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে গতকাল থেকে চলছে অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের মেলা। তিন দিনের এই মেলার আয়োজক ইভেন্টোবিডি।

এই মেলায় পাওয়া যাচ্ছে তৈরি পোশাক, শাড়ি, ঘড়ি, লেডিস ব্যাগ, বাচ্চাদের খেলনা, কমমেটিক্স, চুড়িসহ নানা উপকরণ।

এই মেলায় অংশ নিচ্ছে জারিয়াহ, রিওয়াজ ফ্যাশন শপ, বিডি ডিভাস স্টাইল, হ্রদ মাজহার, নকশী বিডি, ইভানাস কালেকশন, চারুশিল্পী, বেনিআসহকলা, গ্ল্যামবিশন ক্লোসেট, ওড়না হিজাব গোডাউন, শপ টুয়েন্টিওয়ান.কম, বসন্তমুখারী, শৈল্পিক ক্রাফ্ট,পণ্ঞ্চরং, ক্লাউডি ফ্যাশন, ব্লুবার্ড ফ্যাশন কার্ট, এলিনর, আফরিন এবং মর্ত্যের অপ্সরী।

ইভোন্টোবিডির সিইও খন্দকার ফজলুল কাদের ঢাকাটাইমসকে বলেন, ‘অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তদের তৈরিকৃত পণ্য বিক্রি ও প্রচারে সহায়তা করতে এই মেলার আয়োজন’।

এই মেলার অন্যতম আকর্ষণ মাত্র ৬০ টাকায় আনলিমিটেড ফুসকা খাওয়ার সুযোগ। একজন ফুসকাপ্রেমী ৬০ টাকার টিকিট কেটে ১৫ মিনিট একটানা যতখুশি তত ফুসকা খেতে পারবেন। মেলা চলাকালীন তিন দিনই এই সুযোগ থাকছে।

আনলিমিটেড ফুসকা খেতে হলে আপনাকে আসতে হবে বেলা ১২টা থেকে রাত সাড়ে আটটার মধ্যে।

১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :