গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার, বিপাকে সালাহ

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ১০:২৭ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১০:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৮-১৯ মৌসুম দারুণভাবে শুরু করেছে লিভারপুল। রবিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে তারা। এই ম্যাচে প্রথম গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। কিন্তু দলের এমন দুর্দান্ত জয়ের পর মাঠের বাইরে একটি বিতর্কে জড়িয়ে পড়েছেন মোহাম্মদ সালাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ সালাহকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে মোহাম্মদ সালাহ রোডে তার মার্সিডিজ গাড়ির ড্রাইভিং সিটে বসে মোবাইল ব্যবহার করছেন। বেশ কয়েকজন ভক্ত তার গাড়িকে ঘিরে দাঁড়িয়ে আছেন।

যুক্তরাজ্যের ড্রাইভিং আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। এমনকি গাড়ি যদি ট্রাফিক সিগন্যালে আটকে থাকে তখনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

লিভারপুল ক্লাবের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘ভিডিওটির বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছে এবং মার্সিসাইড পুলিশকে বিষয়টি সম্পর্কে অবগত করেছে।’

মার্সিসাইড পুলিশ নিশ্চিত করেছে, ‘একজন ফুটবলার গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করছেন এমন একটি ভিডিও সম্পর্কে আমাদের জানানো হয়েছে।’

ভিডিও দেখতে ক্লিক করুন:

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এসইউএল)