কমতে শুরু করেছে দুই ফেরিঘাটের যানজট

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ১৩:৫৭ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১৮:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নাব্য সংকটের কারণে ৭ দিন বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্বল্প পরিসরে পাঁচটি ফেরি চলাচল শুরু হয়েছে। এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নতুন করে তিনটি ফেরি সংযোজন করা হয়েছে। ফলে দেশের গুরুত্বপূর্ণ এ দুই নৌরুটে কমতে শুরু করেছে যানজট।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বিকল্প চ্যানেল দিয়ে পাঁচটি কে-টাইপ ফেরি চলাচল শুরু হয়। তবে কয়েকদিন ধরে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয়পারে আটকা পড়েছে অন্তত ছয় শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা।

তবে নাব্য সংকট দূর করতে নদীতে একাধিক ড্রেজার দিয়ে বালু অপসারণ করছে বিআইডব্লিউটিএ। শিগগির নাব্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করছেন সংস্থাটির কর্মকর্তারা।

এদিকে সপ্তাহজুড়ে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যানবাহন পারাপারের ব্যহত হওয়ায়, পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়ে। দীর্ঘ হতে হতে কয়েক কিলোমিটারে গিয়ে দাঁড়ায় যানবাহনের সারি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

যাত্রীদের দুর্ভোগ কমাতে সোমবার সন্ধ্যার পর থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি থেকে তিনটি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বহরে যুক্ত হয়। এতে যানবাহনের সংখ্যাও কমতে শুরু করেছে।

ঢাকাটাইমস/১৪আগস্ট/ডিএম