কাঁচিঘরে শাকিব-মাহি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৫:৩৪ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ১৫:২৩

আসছে কোরবানীর ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ এবং হালের সবথেকে দামি নায়িকা মাহিয়া মাহির ‘মনে রেখো’ ছবি দুটি। তার আগে যাচাই-বাছাই ও প্রদর্শনের অনুমতি পেতে দুটি ছবিকেই পাঠানো হয়েছে সেন্সর বোর্ডে। দুটি ছবিরই পরিচালক ওয়াজেদ আলী সুমন।

‘ক্যাপ্টেন খান’-এ শাকিব খানের নায়িকা শবনম বুবলী। ব্যাংককে এই ছবির গানের শুটিং শেষে সোমবার দেশে ফিরেছেন তারা। মাত্র একদিন বাদে মঙ্গলবারই ঢুকলো কাঁচিঘরে। অ্যাকশন ঘরনার এ ছবিটি প্রযোজনা করেছে শাপলা মাল্টিমিডিয়া। ঈদে ছবিটি মুক্তি দেয়ার জন্য এরই মধ্যে হল বুকিং শুরু হয়েছে। প্রায় ১০০ হল চূড়ান্ত। ঈদের আগে হল সংখ্যা আরও বাড়বে বলে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে।

এদিকে, ‘মনে রেখো’ ছবিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। এটি মাহি-বনি জুটির প্রথম ছবি। অন্যদিকে, কলকাতার কোনও নায়কের বিপরীতে মাহির এটি তৃতীয় ছবি। এর আগে ২০১৫ সালে ‘অগ্নি ২’ ছবিতে কলকাতার ওমের বিপরীতে এবং একই বছর ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে দেখা গিয়েছিল মাহিকে।

‘মনে রেখো’ প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন। প্রতিষ্ঠানটির কর্ণধার তাপসী ফারুক বলেন, ‘চলতি সপ্তাহেই সেন্সর ছাড়পত্র পাবে ‘মনে রেখো’। ঈদে ছবিটি মুক্তি দিতে চাই। আমার কন্টেন্ট ভালো। ঈদে দর্শক ছবিটি দেখে আনন্দ পাবেন।’ প্রসঙ্গত, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’ও ‘সুপার হিরো’র মতো দর্শক নন্দিত ছবিগুলো প্রযোজনা করেছেন তাপসী ফারুক।

এদিকে শুধু ‘মনে রেখো’ই নয়, ঈদে মুক্তি পাচ্ছে মাহি অভিনীত ‘জান্নাত’ ছবিটিও। এতে নাম ভূমিকায় রয়েছেন মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবির নায়ক সায়মন সাদিক। তিনি অভিনয় করেছেন এক মাজারের খাদেম বাবার মুরিদের চরিত্রে। এই খাদেম বাবা হচ্ছেন অভিনেতা আলীরাজ। ছবিতে যিনি রয়েছেন মাহির বাবার চরিত্রে। আরও আছেন খল-অভিনেতা মিশা সওদাগর।

অন্যদিকে, নায়িকা বুবলীর বিপরীতে ‘ক্যাপ্টেন খান’ মুক্তির পাশাপাশি ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পাবে শাকিব খানের আরেক ছবি ‘নাকাব’। অ্যাকশন, হাস্যরসাত্বক ও রোমহর্ষক এ ছবিতে বাংলাদেশি সুপারস্টারের বিপরীতে রয়েছেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়। ছবিতে শাকিব খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এসভিএফ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘নাকাব’ পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস।

ঢাকাটাইমস/১৪ আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :