শ্রীপুরে বেতন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ১৬:৫৬

গাজীপুরের শ্রীপুরে ঈদের ছুটির আগে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন ক্যাসিও পিয়া ড্রেস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।

তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে কারখানার সামনে মঙ্গলবার কর্মবিরতি পালন করে কারখানার সামনে বিক্ষোভ করেন তাঁরা।

কারখানায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা জানায়, এই পোশাক তৈরি কারখানায় বর্তমানে কর্মরত রয়েছেন প্রায় নয়শত শ্রমিক, যাদের অধিকাংশই নতুন। নিয়ম অনুযায়ী এই ঈদে তারা উৎসব বোনাস পাবে না। এই খবর সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জানালে শ্রমিকরা ঈদের আগে চলতি মাসের অর্ধেক বেতন দাবি করেন।

তবে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরে তারা কারখানার সামনে বিক্ষোভ করেন।

কারখানার সুইং অপারেটর নিলুফা আক্তার জানান, কারখানা ছুটি হবে আগামী ১৮ আগস্ট, তাই আমরা অন্তত অর্ধেক মাসের বেতনের দাবি জানাই। যাতে ঈদের আনন্দ থেকে আমরা বঞ্চিত না হই।

কারখানার সহকারী মানবসম্পদ কর্মকর্তা রিপন হালদার জানান, কারখানার বিভিন্ন সমস্যা থাকায় এখনও কর্মকর্তাদের গত মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের বেতনের জন্য শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে সকালেই কারখানার সামনে পুলিশ অবস্থান নিয়েছেন।তবে এতে কোনো হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :