আবার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের আনা হবে

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৫৯

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিদেশ থেকে এনে এ দেশের মাটিতে বিচার করা হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবস্থান ও তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের তৎপরতার কতা তুলে ধরেন।

আনিসুল হক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদ চৌধুরী আমেরিকায় বসবাস করছেন। আরেকজন ঘাতক নূর চৌধুরী কানাডায় আছে। খুনি রাশেদকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে আমেরিকা সরকারের সঙ্গে সফল আলোচনা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার ফের হ্মমতায় এলে তাকে দেশের মাটিতে এনে বিচার করা হবে।’

কানাডা সরকারের আইনের গ্যাঁড়াকলে খুনি নূর চৌধুরীকে আনা একটু কষ্ট হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তবে তাকেও ফিরিয়ে আনা হবে। আর অন্য খুনিদের বিষয়ে অনেক তথ্য সরকারের রয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগ ও বিএনপির সরকারের আমলের তুলনা করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার চায় বাংলাদেশ উন্নত হোক। কিন্তু বিএনপি তা চায় না। বিএনপি চায় বাংলাদেশ পাকিস্তানের মতো হোক। বোমার আঘাতে শত শত মানুষ মরুক।’

আনিসুল হক বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার ক্ষমতার আমলে ১৭ আগস্ট সারা বাংলাদেশে বোমা হামলা হয়েছিল। তারা ২০০৪ সালে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করেছিল। এটাই হলো বিএনপির বাংলাদেশ।’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রীর একান্ত সচিব রাশেদুল কায়সার জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, মনির হোসেন চেয়ারম্যান, জালাল উদ্দিন চেয়ারম্যান, ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ্ তচ্ছন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :