টানা বৃষ্টিতে কোচি বিমানবন্দর বন্ধ ঘোষণা

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ১৩:০৩ | আপডেট: ১৫ আগস্ট ২০১৮, ১৩:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে ভারতের কেরালা রাজ্যের কোচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত বিমানবন্দরটিতে সকল প্রকার ফ্লাইট ওঠা নামা বন্ধ থাকবে।

পেরিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিমানবন্দর এলাকার কাছাকাছি চলে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দেশটির কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। পেরিয়ার নদী পানি বাড়া এখনো অব্যাহত রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বৃষ্টির অতিরিক্ত পানি দ্রুত সরে যাওয়ার জন্য ইদকু জলাধারের দু’টি গেট খুলে দেয়া হয়েছে। এছাড়া রাজ্যটিতে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। গত ৮ আগস্ট থেকে এখন পর্যন্ত ভারি বৃষ্টি ও বন্যায় কেরালা রাজ্যে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।  

ঢাকাটাইমস/১৫আগস্ট/একে