জাপানে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ২০:৩৫

জাপান প্রতিনিধি, ঢাকাটাইমস

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

এসময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা অর্পণে অংশ নেন।

৪৩তম জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের নেতৃত্বে জাপান প্রবাসী বাংলাদেশিরা। আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা অংশ নিয়ে তাদের শ্রদ্ধা অর্পণ করেন।

দূতাবাস আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল- জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণ, জাতির জনক ও শাহাদাতবরণকারী তার পরিবারের সদস্যবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত, জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ।

দিবসটির তাৎপর্যে প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগ জাপান শাখার সভাপতি সালেহ মো. আরিফ, মুনশী কে, আজাদ, মো. আলাউদ্দিন, মো. জয় ইসলাম, মো. হাসান, মোল্লা ওয়াহেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জাপানি সুহৃদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত ছিল।

অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/প্রতিনিধি/এলএ)