ইতালিতে জাতীয় শোক দিবস পালন

কমরেড খোন্দকার, ইতালি
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ২২:২২

যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে মিলান কনস্যুলেট ইতালি।

স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভার শুরুতেই কনস্যাল মো. রফিকুল করিম পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন এবং কনস্যাল সামচুল আহসান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।

কনস্যুলার জেনারেল ইকবাল আহম্মেদ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়ন করাই এখন আমাদের সামষ্টিক কর্তব্য এবং এ জন্য আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার উদাত্ত আহ্বান জানান।

এ সময় মিলান প্রবাসী আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মিলান এবং আশেপাশের শহরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/ইউরোপ ব্যুরো প্রধান/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :