সচিব মর্যাদা পেলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ১৪:০৭ | আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ১৪:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিরিক্ত প্রেস সচিব মো. নজরুল ইসলামকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে এ পদোন্নতি দেওয়া হয়। গত ১৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

মো. নজরুল ইসলাম বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা। গ্রেড-১ পদমর্যাদায় উন্নীত হওয়ায় এখন থেকে তিনি সচিব পদের মর্যাদা ও বেতন-ভাতা পাবেন।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর তাকে উপ-প্রেস সচিব থেকে অতিরিক্ত প্রেস সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ওই বছর ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর আগে তিনি তথ্য ক্যাডারে নিজ পদে ফিরে আসবেন। চাকরির বয়স অনুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তার পিআরএল ছুটি শুরু হবে।

বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই অনুবিভাগে একজন অতিরিক্ত প্রেস সচিব, তিনজন উপ-প্রেস সচিব, তিনজন সহকারী প্রেস সচিবসহ মোট ১২ জন কর্মরত।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এমএম/এমআর/এইচএফ)