‘মাশরাফি ভাই এসেই দলের পরিবেশ বদলে দিলেন’

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ১৭:২৯ | আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ১৭:৩৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছিল স্বাগতিকরা। এই হতাশার সাগরে ডুবে থাকা দলটি ওয়ানডে অধিনায়ক মাশরাফির উপস্থিতিতেই বদলে গেল। টেস্টের হারকে পেছনে ফেলে দুই অধিনায়কত্বের অধীনে দুই শিরোপা নিয়েই দেশে ফিরলো টাইগাররা। আর এই হারের চাপ কাটিয়ে দলকে বদলে দেওয়ার অবদানটা মাশরাফিরই ছিলো বলে মনে করেন ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

ক্যারিবিয়ান সফর শেষে ছুটিতে আছে বাংলাদেশ দল। কিন্তু সফর থেকে ফিরেই ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে।

দলের পরিবেশ বদলে মাশরাফির অবদান নিয়ে তামিম বলেন,‘টেস্টের পর আমরা মানসিক ভাবে খুব দুর্বল ছিলাম। আমাদের জন্য ওয়ানডে সিরিজটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে দলে এলেন মাশরাফি ভাই। আর আমার মতে দলের পরিবেশ বদলে দিতে উনার অবদানটাই ছিল। উনি হয়তো আমাদের ব্যাটিং বা বোলিং করে দেননি কিন্তু দলের পরিবেশ বদলে দিয়েছিলেন।’

তামিম আরো জানান,‘আসলে একটা সিরিজের পর খেলোয়াড়দের মাঝে একটা নেতিবাচক প্রভাব থাকে। কিন্তু তিনি(মাশরাফি) যে ইতিবাচক ভাবনা নিয়ে এসেছিলেন, সেটা দলের মাঝে ছড়িয়ে পড়ে। যেটা ছিল আমাদের জয়ের বড় কারণ। আমার মতে ওইরকম একটা টেস্ট সিরিজের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ঘুরে দাঁড়ানোটা ছিল বিশেষ অর্জন।’

(ঢাকাটাইমস/১৬ অগাস্ট/এইচএ)