ট্রাম্পের ‘নোংরা যুদ্ধের’ বিরুদ্ধে ৩০০ মার্কিন গণমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ প্রতিহত করতে এবং মুক্ত সাংবাদিকতার চর্চার প্রচারে নেমেছে যুক্তরাষ্ট্রের তিনশ’র বেশি গণমাধ্যম।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দ্য বস্টন গ্লোব গত সপ্তাহে সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নোংরা যুদ্ধের’ নিন্দা জানিয়ে ‘#EnemyOfNone’ হ্যাশটাগ ব্যবহার করার আহ্বান জানিয়েছিল। তাতে সাড়া দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জুড়ে এ প্রচার শুরু হতে যাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ প্রতিবেদনকে ‘ফেইক নিউজ’ বলে বিদ্রুপ এবং সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ আখ্যায়িত করে নিয়মিত আক্রমণ করে আসছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, এতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার বস্টন গ্লোব ‘সংবাদপত্রের ওপর প্রশাসনের আক্রমণের বিপদ’ সম্পর্কে একটি সম্পাদকীয় প্রকাশ করছে এবং অন্যদেরও এই বিষয়ে সম্পাদকীয় লেখার আহ্বান জানিয়েছে।
প্রাথমিকভাবে ১০০ সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান তাদের এ আহ্বানে সাড়া দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান সংবাপত্রগুলোর পাশাপাশি ছোট ছোট স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও ওই আহ্বানে সাড়া দেয়ায় সংখ্যাটি সাড়ে তিনশ’র দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি যুক্তরাজ্যের গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এ প্রচারাভিযানে যোগ দিচ্ছে।
বস্টন গ্লোবের সম্পাদকীয়র শিরোনাম করা হয়েছে, ‘সাংবাদিকরা শত্রু নয়’। সেখানে মনে করিয়ে দেয়া হয়েছে- ২০০ বছরের বেশি সময় ধরে আমেরিকান মূলনীতিগুলোর মধ্যে একটি হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা।
নিউইয়র্ক টাইমস তাদের সম্পদকীয়র শিরোনাম করেছে- ‘এ ফ্রি প্রেস নিডস ইউ’; এতে ট্রাম্পের আক্রমণকে ‘গণতন্ত্রের প্রাণশক্তির জন্য বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করে তার বহু বক্তব্য থেকে বিভিন্ন উক্তি তুলে ধরা হয়েছে।
ফিলাডেলফিয়া ইনকোয়ারার লিখেছে, অজনপ্রিয় দৃষ্টিভঙ্গী অথবা তথ্য প্রকাশের জন্য সংবাদপত্র যদি প্রতিশোধ, শাস্তি ও সন্দেহ মুক্ত থাকতে না পারে, তাহলে এই দেশও মুক্তি থাকতে পারে না, জনগণও না।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসআই)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

হেরোইনের আগ্রাসন রুখতে মরিয়া মেক্সিকো

পেছাল নাইজেরিয়ার নির্বাচন, সমালোচনায় প্রধান দলগুলো

যুক্তরাষ্ট্রে কারখানায় গুলি, নিহত ৫

ভেনেজুয়েলার স্বর্ণ বাণিজ্যের অন্ধকার দিক

রোহিঙ্গা নিপীড়নের কোনো প্রমাণ নেই: মিয়ানমারের সেনাপ্রধান

জুডোয় আহত হওয়ার একদিন পরই হকির মাঠে পুতিন

আত্মরক্ষার্থে ভারতের সব পদক্ষেপে পূর্ণ সমর্থন যু্ক্তরাষ্ট্রের

‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানেই আত্মহত্যা’

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা
