কোটা আন্দোলনের নেতা রাতুলের জামিন নামঞ্জুর

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ১৭:৩৮

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ওরফে রনি ওরফে রাতুলের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

রমনা থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সাখাওয়াতের পক্ষে তার আইনজীবী নূরউদ্দিন, জায়েদুর রহমান প্রমুখ জামিন আবেদনের শুনানি করেন।

এর আগে এই মামলায় দুই দফায় তিন দিনের রিমান্ড শেষে গত বুধবার সাখাওয়াতকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক মো. সজীবুজ্জামান তাকে আদালতে হাজির করেন।

সাখাওয়াতকে গাজীপুর থেকে গ্রেপ্তারের পর গত ৮ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় ১০ আগস্ট দুই দিন ও ১৩ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/আরজেড/জেবি)