ফুটবলে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ড্র

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ১৭:৫৯ | আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ১৮:১৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

এশিয়ান গেমস ফুটবলে এগিয়ে থেকেও জিততে পারলো না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ।

আসরে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বিকেল তিনটায় মুখোমুখি থাই্যোন্ডের মুখোমুখি হয়েছিল লাল-সবুজরা।

পাকানসারি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে সুফিলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর বেশ ভালোভাবেই প্রতিপক্ষকে আটকায় সফরকারীরা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ৮০ তম মিনিটে থাইল্যান্ডের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।

আগামী রোববার গ্রুপের নিজেদের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৬ অগাস্ট/এইচএ)