নতুন ঠিকানায় পিতৃহীন নবজাতক স্বাধীন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ২০:১৯

কুড়িগ্রাম সদর হাসপাতালে জন্ম নেয়া পিতৃহীন স্বাধীনের নতুন ঠিকানা হলো এক সন্তানহীন দম্পতির ঘরে। নিঃসন্তান মমিনুল ইসলাম ও মৌসুমী আক্তার দশ বছরের দাম্পত্য জীবনে ছিল না কোন সন্তান। আর এতে করে স্বাধীন পেলো তার নতুন বাবা-মা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সুলতানা পারভীন নিজ হাতে বাচ্চাটিকে কোলে নিয়ে সন্তানহীন এই দম্পতির কাছে তুলে দেন। আর মানসিক ভারসাম্যহীন নাসিমা বেগমের দায়িত্ব নেন মৌসুমী আক্তারের পিতা রিকশাচালক সৈয়দ আলী।

স্বাধীনকে তার নতুন বাবা-মায়ের হাতে তুলে দেবার সময় ১০০ ডলারের একটি নোট তুলে দেন জেলা প্রশাসক।

এসময় আরো উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম আনোয়ারুল হক প্রামানিক, ফুলবাড়ি উপজেলা কর্মকর্তা দেবেন্দ্র নাথ ঊরাঁও, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু।

সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মমিনুল ইসলাম ও তার স্ত্রী মৌসুমী আক্তার নবজাতক পেয়ে আবেগ আপ্লুত কন্ঠে বলেন, দশ বছর হলো আমাদের সংসারে কোন সন্তান নেই। সন্তান না থাকার যন্ত্রণা আর মা ডাক শোনার জন্য এই শিশুটিকে সন্তান হিসেবে দত্তক নেবার আগ্রহ প্রকাশ করি। বাচ্চাটি নেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। পরে তাদের পরামর্শ অনুযায়ী পাগলি ও তার বাচ্চার দায়িত্ব গ্রহণ করি আমরা।

মৌসুমী আরো বলেন, পাগলীর দেখাশুনা করার জন্য বাড়ির পাশেই পৌরসভার নাজিরায় সরকার পাড়ায় আমার বাবার বাড়িতে থাকবেন। এসময় এই দম্পতি সকলের কাছে দোয়া কামনা করেন।

সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম জানান, ৮ আগস্ট দুপুর ১২টা ২০ মিনিটে স্বাভাবিক প্রক্রিয়ায় একটি পুত্রসন্তানের জন্ম দেন মানসিক ভারসাম্যহীন নাসিমা বেগম। খবর পেয়ে শিশুটিকে দেখতে সদর হাসপাতালে আসেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করেন আর শিশুটির নাম রাখেন ‘স্বাধীন’।

জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, একজন মা হিসেবেই আমি স্বাধীনের দায়িত্ব নিয়েছি। মানসিক ভারসাম্যহীন তার মায়ের কাছে শিশুটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা হয়। আল্লাহ যদি আমায় বাঁচিয়ে রাখেন- আমি যে প্রান্তেই থাকি স্বাধীনের খোঁজখবর নেব। ইতিমধ্যে একজন স্বাধীনের খবর পেয়ে একটি অটোরিকশা দিয়েছে। যা দুই-একদিনের মধ্যেই পরিবারের হাতে তুলে দেব।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :