পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৮:০৫ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৮, ১৭:৪০

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে তিন শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃতরা হলো- উপজেলার মহাদেবপুর এলাকার মাওলানা ফিরোজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী, মাওলানা ইব্রাহিম খলিলের ছেলে বায়োজিদ ও রায়পুর উপজেলা কেরোয়া এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে ইয়ামিন হোসেন। তারা সবাই মামাতো-ফুফাতো ভাই বলে জানিয়েছেন স্বজনরা। তাদের বয়স ৮ থেকে ১০ বছর। বায়োজিদ হোসেন ও ইয়ামিন হোসেন স্থানীয় দারুল উলুম মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র ছিল।

মৃতদের স্বজন ও পুলিশ বলছে, সদর উপজেলার মহাদেবপুর এলাকায় দুপুরে বাড়ির পাশের বালু ভরাট পুকুর পাড়ে এ তিন শিশু খেলাধুলা করছিল। কোন এক সময়ে পুকুরের পানিতে পড়ে বালির নিচে ডুবে যায়। পরে মোহাম্মদ আলীর লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করতে গেলে বায়েজিদ ও ইয়ামিন হোসেনের লাশ উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন তিন শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন। এরপরও তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এএইচ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :