রাজশাহীতে ভ্রাম্যমাণ ক্যানসার রোগ নির্ণয় কেন্দ্র চালু

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ১৮:২২ | আপডেট: ১৭ আগস্ট ২০১৮, ১৮:২৭

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে ক্যানসার রোগের প্রাথমিক চিকিৎসার জন্য একটি ভ্রাম্যমাণ রোগ নির্ণয় কেন্দ্র চালু হয়েছে। একটি অ্যাম্বুলেন্সের ভেতর রোগ নির্ণয় কেন্দ্রটি খোলা হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরে এই রোগ নির্ণয় কেন্দ্রে পরীক্ষা-নীরিক্ষার পর রোগীর স্তন ও জরায়ু ক্যানসার হয়েছে কী না তা জানা যাবে।

রাজশাহীর রোটারি ক্লাব অব পদ্মা অ্যাম্বুলেন্সটি রাজশাহী ক্যানসার  হাসপাতালকে দিয়েছে। রোটারি গ্লেবাল গ্রান্ট প্রকল্পের আওতায় গাড়ির ভেতরের ম্যামোগ্রাম ও আলট্রসনোগ্রামসহ নানা যন্ত্রপাতিও দিয়েছে রোটারি ক্লাব।

শুক্রবার সকালে ক্যান্সার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন রোটারি ক্লাবের কর্মকর্তারা।

চাবি হস্তান্তর করেন রোটারি ক্লাবের জেলা গভর্নর আবুল ফজল  আলমগীর, সাবেক গভর্নর এফএইচ আরিফ এবং কেএম জয়নুল আবেদিন। রাজশাহী ক্যানসার হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস, প্রফেসর ডা. শামসুল আলম ও প্রকৌশলী আবুল বাসার চাবি গ্রহণ করেন।

ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, ইদানিং গ্রামের নারীরা স্তন ও জরায়ু ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। মূলত গ্রামে ক্যানসার রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসার জন্য এই ভ্রাম্যমাণ রোগ নির্ণয় কেন্দ্রটি ব্যবহৃত হবে। গ্রাম থেকে এই গাড়িতে করে জরুরিভাবে রোগীদের ক্যানসার হাসপাতালেও আনা হবে।

তিনি জানান, পুরো রাজশাহীতে তারা ক্যানসার হাসপাতালের ২০টি উপকেন্দ্র গড়ে তুলেছেন। ভ্রাম্যমাণ রোগ নির্ণয় কেন্দ্রটি সপ্তাহের একটা নির্দিষ্ট দিন এক একটি উপকেন্দ্রে যাবে। সেখানে নারীদের স্তন ও জরায়ু ক্যানসার  হয়েছে কি না তা পরীক্ষা-নীরিক্ষা করা হবে। প্রাথমিক চিকিৎসাও দেওয়া হবে রোগীদের।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/আরআর/ওআর)