দেড় কোটি টাকার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
| আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৩:২০ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৮, ১২:৪২

চট্টগ্রামে আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৭। শনিবার সকাল নয়টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

আটক আবুল বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বলেন, ফেনী ক্যাম্পের কমাণ্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি দল মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় অভিযান চালায়। এসময় ইয়াবাসহ আবুল বাশারকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ফেনী ক্যাম্পের কমাণ্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত এসআই আবুল বাশার চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে ঢাকায় যাওয়ার পথে আটক হন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/জেজে/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :