পটুয়াখালীতে মোড়ল বাহিনীর জুয়েল গ্রেপ্তার

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৮, ১৫:০৮

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীতে সাত মামলার ওয়ারেন্টভূক্ত আসামি জুয়েল প্যাদাকে (৩২) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী কাম্পের সদস্যরা। শুক্রবার রাতে জেলার কলাপাড়া উপজেলার চাকামাইয়া পুরাতন ব্রিজ রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক হাছান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার ৭নং ওয়ার্ডের মোকলেস স’মিলের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার জুয়েল শীর্ষ সন্ত্রাসী, মোড়ল বাহিনীর সেকেণ্ড ইন কমাণ্ডার। স্থানীয় জনগণের উপস্থিতিতে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, চারটি কার্তুজ, নগদ ১হাজার ৫৫০টাকা, দুইটি মোবাইল  ফোন ও  চারটি সিম কার্ড উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে বরগুনা জেলা আমতলী থানার হত্যা ও অস্ত্র মামলাসহ, পটুয়াখালী কলাপাড়া থানায়  ৭টি মামলার ওয়ারেন্ট আছে।

জুয়েল প্যাদা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  ফারুক প্যাদার ছেলে। তার বিরুদ্ধে কলাপাড়া থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/প্রতিনিধি/ওআর)