বোমারু মিজানকে ফেরাতে আলোচনা চলছে: র‌্যাব প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৮:৪২ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৮, ১৭:০৩

প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পালিয়ে যাওয়া জঙ্গি বোমারু মিজানকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

শনিবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীর প্রধান।

র‌্যাব প্রধান বলেন, ‘মিজান ব্যাঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছেন। সেখান থেকে একটি মামলায় তাকে কলকাতায় নিয়ে আসবে দেশটির প্রশাসন। মিজান যেহেতু বড় শীর্ষ সন্ত্রাসী; তার নামে মামলা রয়েছে তাই ফিরিয়ে আনার বিষয়টি একটু জটিল।’

তবে বোমারু মিজানকে ফিরিয়ে আনতে ভারতের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে তাকে দেশে আনা হবে বলে জানান র‌্যাবের ডিজি।

এক প্রশ্নের জবাবে র‌্যাব প্রধান বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গুজব ছড়ানোয় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। র‌্যাব এরইমধ্যে সাইবার পেট্টোলিং টিম নামে একটি বিভাগ খুলেছে। যারা সব সময় এসব গুজব ছড়ানোদের খুঁজতে কাজ করছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।’

‘গুজব ছড়িয়ে দেশকে ধ্বংস করতে চেয়েছিল তারা যে রাজনৈতিক দলেরই হোক না তাদের ছাড় দেওয়া হবে না’- বলেন বেনজীর।

মাদক ব্যবসায়ীদের তালিকা ও মাদক অভিযানের ব্যাপারে মহাপরিচালক বলেন, ‘প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করতে হয়। তালিকার বাহিরেও লোকজন আমরা পাচ্ছি। এমন তো নয় তালিকার বাহিরে লোকজন নেই। এ তালিকায় নতুন কোনো মাদক ব্যবসায়ীর নাম যুক্ত হলে অবাক হবার কিছু নেই। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে।’

ঈদকে কেন্দ্র করে কেউ মাদক বিক্রি বা সরবরাহ করলে তাদের ব্যাপারে তথ্য দিয়ে ধরিয়ে দিতেও আহ্বান জানান র‌্যাব প্রধান।

কক্সবাজারে নিহত কাউন্সিলর একরামের মৃত্যুর মামলার ব্যাপারে ডিজি বলেন, ‘বিষয়টি যেহেতু বিচারাধীন তাই সেটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

ঢাকাটাইমস/১৮আগস্ট/এসএস/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :