কক্সবাজার সৈকতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৮, ২৩:০৪

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ইফতেখারুল আলম আবিদ (২৫)।

শনিবার সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম বলেন, বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যান আবিদ। সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন আবিদ ও তার বন্ধুরা। এক পর্যায়ে পানিতে ডুবে যান তিনি। গুরুতর অবস্থায় ট্যুরিস্ট পুলিশ ও সি-সেইফ লাইফ গার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন খন্দকার বলেন, আবিদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ভাটার সময় অসর্তকতার কারণে পানিতে ডুবে আবিদের মৃত্যু হয়েছে। 

ঢাকাটাইমস/১৮আগস্ট/প্রতিনিধি/ ইএস