যেসব ফোনে অ্যানড্রয়েড পাই আপডেট মিলবে

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০৮:৪৫ | আপডেট: ১৯ আগস্ট ২০১৮, ০৮:৪৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন অবমুক্ত করেছে গুগল। এই ভার্সনের নাম অ্যানড্রয়েড পাই। অনেকেই তার ফোনে নতুন এই ভার্সন ব্যবহারের অপেক্ষায় রয়েছেন।

আপনার ফোনে যদি ইতিমধ্যে অ্যানড্রয়েড অরিও ভার্সন হালনাগাদ করা থাকে তবে আপনি অ্যানড্রয়েড পাইয়ের আপডেট পেতে পারেন।

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোন স্মার্টফোনে অ্যানড্রয়েড পাই আপডেট পাওয়া যাবে। যদিও সবার প্রথম এই আপডেট পৌঁছে গিয়েছে গুগলের নিজস্ব পিক্সেল সিরিজের ফোনগুলোতে।

গুগল
ইতিমধ্যেই গুগলের পিক্সেল সিরিজের ফোনগুলোতে অ্যানড্রয়েড পাই আপডেট পৌঁছে গেছে। তবে নেক্সাস ৬ পি ফোনে এই আপডেট পাওয়া যাবে কি না সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গুগলের যেসব ফোনে অ্যানড্রয়েড পাই ভার্সন হালনাগাদ হয়েছে তার তালিকা দেখে নিন:
Pixel 2 XL
Pixel 2
Pixel XL
Pixel


নকিয়া
নকিয়ার বেশ কিছু ফোনে মিলবে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। কোম্পানির সব স্মার্টফোনেই শিগগিরই পাই আপডেট পৌঁছে যাবে বলে জানিয়েছে নকিয়া। নকিয়ার যেসব ফোনে মিলবে এই ভার্সন:

Nokia 8 Sirocco
Nokia 8
Nokia 7 Plus
Nokia 7
Nokia X6 aka Nokia 6.1 Plus
Nokia 6.1
Nokia 6
Nokia X5
Nokia 5.1
Nokia 5
Nokia 3.1
Nokia 3
Nokia 2.1
Nokia 2
Nokia 1

ওয়ানপ্লাস
কোম্পানির বিভিন্ন ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড ভার্সন আপডেট যথেষ্ট সচেষ্ট চীনের কোম্পানিটি। ওয়ানপ্লাস এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস সিক্সের ছাড়াও নিচের মডেলগুলোতে অ্যানড্রয়েড পাই আপডেট পৌঁছে যাবে:

OnePlus 6
OnePlus 5T
OnePlus 5
OnePlus 3T
OnePlus 3

সনি
সম্প্রতি কম দামে ভালো ফোন গ্রাহকের হাতে তুলে দিতে হোঁচট খাচ্ছে সনি। যদিও নিজেদের একাধিক ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড পাই আপডেট দিয়ে কোম্পানির গ্রাহকদের ভালো অভিজ্ঞতা দেওয়ার কাজ করে চলেছে কোম্পানিটি। নিচের সনি মডেলগুলোতে অ্যানড্রয়েড পাই আপডেট পাওয়া যাবে:

Sony Xperia XZ2 Premium
Sony Xperia XZ2 Compact
Sony Xperia XZ2
Sony Xperia XZ1 Compact
Sony Xperia XZ1
Sony Xperia XZ Premium

শাওমি
শাওমির বেশিরভাগ ফোনেই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব মিআইইউআই স্কিন চলে। তাই লেটেস্ট অ্যানড্রয়েড ব্যবহারে সবসময় অনেকটা পিছিয়ে শাওমি। কোম্পানির লেটেস্ট মিআইইউআই অপারেটিং সিস্টেমে এখনো কয়েক বছরের পুরনো নুগাট অপারেটিং সিস্টেম চলে। অরিও ভার্সন এখনো বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে। তারপরও শাওমির কিছু ফোনে মিলবে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের আপডেট।

Mi A2
Mi A2 Lite
Mi A1
Mi MIX 2S

হুয়াওয়ে
হুয়াওয়ের নিচের মডেলগুলোতে পাওয়া যাবে পাই আপডেট:

Huawei P20 Pro
Huawei Mate 10 Pro
Honor 10
Honor View 10 (Honor V10)

আসুস
আসুসেও মিলবে পাই আপডেট। তালিকা দেখে নিন।
Zenfone 5Z
Zenfone 5
Zenfone Max Pro M1
Motorola


মটোরোলা
নিচের মটোরোলা মডেলে পাওয়া যাবে পাই আপডেট:
Moto G6 
Moto G6 Play
Moto G6 Plus
Moto Z3
Moto Z3 Play

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এজেড)