বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ১৪:৪৭

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার সকালে উপজেলার খেজুরবাড়ীয়া ও উত্তর রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামের নুরুল হক খানের ছেলে আমিনুল ইসলাম খান (৩৫) ও একই উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের প্রয়াত শফিজদ্দিন গাজীর ছেলে কালাম গাজী (৫৭)। তারা দুজনই পেশায় কৃষক।

বজ্রপাতে আহত রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের আশরাফ খানের ছেলে কবির খানকে (৩২) স্থানীয় চিকিৎসা দেয়া হয়েছে।

ধানসাগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নম্বর ওয়ার্ডের সদস্য ডালিম মাঝি বলেন, রবিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে আমিনুল বর্গা নেয়া জমিতে ধানের চারা লাগাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশে থাকা অন্য কৃষকরা মাঠের মধ্যে পড়ে থাকা আমিনুলের লাশি উদ্ধার করে বাড়িতে আনেন।

রায়েন্দা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন খান বলেন, সকাল ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের একটি মাঠে ধানের চারা রোপনের সময় বজ্রপাতে কালাম গাজীর মৃত্যু হয়। এসময় আহত হন কবির খান নামের আরেক কৃষক।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :