হতাশায় শুরু বাংলাদেশের এশিয়ান গেমস

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ১৫:২৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শনিবার পর্দা উঠল এশিয়ান গেমসের ১৮তম আসরের। আর এই গেমসের প্রথমদিনটিই খুব হতাশায় কাটলো বাংলাদেশের। কাবাডি, সাঁতার এবং শুটিং তিন ইভেন্টেই ব্যর্থ লাল-সবুজের অ্যাথলেটরা।

রবিবার জাকার্তা-পালেমবাংয়ের প্রতিযোগিতায় ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে বাংলাদেশের খাদিজা আক্তার সময় নেন ১ মিনিট ২৭ দশমিক ২০ সেকেন্ড। আর দ্বিতীয় হিটে হন সপ্তম। সবশেষ ২৪তম হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়।

১০ মিটার এয়ার পিস্তলের বাছাইপর্ব পার করতে ব্যর্থ বাংলাদেশের অ্যাথলেটরা। আরদিনা ফেরদৌস ও নুর হাসান আলিফের মিলিত স্কোর ৭৩৪। ২১দলের প্রতিযোগিতায় ১৯তম হয়ে বিদায় নিতে হয় তাদের।

অপরদিকে জেএসসি শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের দলীয় ইভেন্টে হতাশ করলেন সৈয়দা আতকিয়া হাসান ও অর্ণব সারার জুটি। বাছাই পর্বে তাদের মিলিত স্কোর ৮১৪ দশমিক ৯। ২২ দলের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান ১৩তম।

এছাড়া মেয়েদের কাবাডিও বেশ একটা ভালো করতে পারেনি। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪৩-২৮ ব্যবধানে হেরে যান বাংলাদেশের মেয়েরা।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এইচএ)