দলিলে জাল স্বাক্ষর মামলা: এমপি স্বপনের জামিন

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ১৭:১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

অর্পিত সম্পত্তি আইনের মামলায় স্বাক্ষর জাল করে জাল আম-মোক্তারনামা আদালতে দাখিলের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিরাজগঞ্জ- ৬ আসনের (শাহজাদপুর) সরকার দলীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন জামিন নিয়েছেন।

রবিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকে ৫ হাজার টাকা বন্ডে জামিন দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিমল কুমার দাস।

মামলার অপর আসামি শাহজাদপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক। আগামী ৯ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জের অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনাল-৩ এ বিচারাধীন ২০০০/১২ নং মোকদ্দমায় ওকালতনামায় সই জাল ও জাল আম-মোক্তারনামা আদালতে দাখিল করার অভিযোগে ২৫ জুলাই শাহজাদপুর অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালের বিচারক হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় দলিল লেখক আব্দুল রশিদ ও সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে আসামি করা হয়। শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে দন্ড বিধির ৪৬৫/৪৬৮/৪৭১ ধারায় অভিযোগ আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ডিএম