ক্রিকেটকে বিদায় মিচেল জনসনের

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ১৮:১৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি খেলে বেড়াচ্ছিলেন ৩৬ বছর বয়সী এ তারকা। এবার থেকে আর কোনো ঘরোয়া ক্রিকেটেও দেখা মিলবে না এই অজি তারকার।

এই বিষয়ে অস্ট্রেলিয়ান একটি সংবাদ মাধ্যমকে জনসন বলেন,‘এটাই শেষ! আমি আমার জীবনের শেষ ডেলিভারিটি দিয়ে ফেলেছি। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। আমি ভেবেছিলাম আগামী বছরের অর্ধেক পর্যন্ত টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে যাবো। কিন্তু আমার শরীর আর চলছে না।’

উল্লেখ্য, গেল আইপিএলের পরই কাঁধের চোট দেখা দেয় জনসনের। মৌসুমটাও খুব একটা ভালো কাটেনি তার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ মাঠে নামলেন তিনি। আর ৬ ম্যাচে ২১৬ রান দিয়ে নিয়েছেন মাত্র ২ উইকেট।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এইচএ)