জাবালে নূর বাসের চালক জোবায়েরের জামিন নামঞ্জুর

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ২০:১০

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর মামলায় জাবালে নুর বাসের চালক মো. জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এর আগে এ আসামি গত ১৩ আগস্ট এ আসামি ৭ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার পর তাকে কারাগারে পাঠানো হয়। ওই একই সঙ্গে আসামি চালক সোহাগ আলী, হেলপার এনায়েত হোসেন ও রিপনকে কারাগারে পাঠানো হয়।

মামলাটিতে জাবালে নূরের ঘাতক বাসের মালিক মো. শাহদাত হোসেন ও চালক মাসুম বিল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন। তারাও কারাগারে রয়েছেন।

মামলায় বলা হয়, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাস যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকামেট্টো-১১-৯২৯৭ এর অজ্ঞাত চালক, আরও অজ্ঞাতনামা জাবালে নূর পরিবহনের কয়েকটি বাসের সাথে বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে হোটেল রেডিসনের বিপরীত পাশে জিল্লুর রহমান ফ্লাইইওভারের পাশে বাসে ওঠার অপেক্ষায় থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪/১৫ জন ছাত্র ছাত্রীর উপর গাড়ীটি উঠাইয়া গুরুতর আহত করে চালক পালিয়ে যায়।

পরবর্তীতে গুরুত্বর আহতদের মধ্যে একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব মারা যায়। এছাড়া এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা, দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান চৌধুরী, মেহেদী হাসান জিসান, রাহাত, সজিব, জয়ন্তি, প্রথম বর্ষের ছাত্রী রুবাইয়া, এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃপ্তাসহ আরও কয়েকজন বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় সিএমএইচ হাসাপতালেসহ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

গত ২৯ জুলাই দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।

ঢাকাটাইমস/১৯আগস্ট/আরজেড/ডিএম