‘ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য বন্ধ করুন’

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ২০:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের কাছ থেকে সবপথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে পদে পদে যাত্রীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে তারা।

রবিবার বিকালে সারাদেশের ঈদযাত্রা পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ করেন।

সারাদেশের সড়ক, রেল, নৌ ও আকাশপথের যাত্রীসেবা পরিস্থিতি পর্যালোচনা শেষে এই অভিযোগ করেন সংগঠনটি। দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রীসাধারণের অভিযোগ এবং স্বেচ্ছাসেবকদের প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেন সংগঠনটি ।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা না গেলে ফিটনেসবিহীন যানবাহন ও পণ্যবাহী পরিবহনে নিম্ন-আয়ের লোকজনের যাতায়াত কোনও ভাবেই ঠেকানো যাবেনা। এতে করে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়বে। গণপরিবহন সংকটের কারণে ও কম ভাড়ার আশায় নিন্মআয়ের লোকজন ফিটনেসবিহীন এইসব যানবাহন, পণ্যবাহী যানবাহন, বাস-ট্রেন ও লঞ্চের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে।’

‘প্রতিবছরের ন্যায় এবারও বিআরটিএ ও বিআইডব্লিউটিএয়ের মনিটরিং কমিটি গঠন করা হলেও ঈদযাত্রার যাত্রীসাধারণের বাস , লঞ্চ ও বিমানের টিকিট দ্বিগুন কোন কোন ক্ষেত্রে তিনগুন দামে কিনতে হচ্ছে।’

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে অন্যান্য বছরের চেয়ে এবার যাত্রী হয়রানি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানামুখী উদ্যোগ নেওয়ার স্বত্ত্বেও অল্প সময়ে বিশাল যাত্রীবহর সামাল দেয়ার মত জনবল বা প্রয়োজনীয় যানবাহন না থাকায় প্রতিবছর ঈদ আনন্দ যাত্রায় ভোগান্তি, হয়রানি, ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনাসহ নানাভাবে যাত্রী সাধারণ হয়রানির শিকার হয়ে আসে।

প্রতি বছর ঈদে গণপরিবহণ সংকটকে পুঁজি করে ঘটে থাকে নানা অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানী বানিজ্য। প্রকৃতপক্ষে গণপরিবহনের চাহিদার বিপরীতে বিশাল ঘাটতি সামাল দিতে গিয়ে আমাদের সরকার, প্রশাসন, মালিক সমিতি, শ্রমিক সমিতির নেতৃবৃন্দকে গলদঘর্ম হতে হয় বলে দাবি করেন তিনি।

ঢাকাটাইমস/ ১৯ আগস্ট/এএ/ডিএম