মির্জাপুর অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ২১:৩৪

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরের পাথরঘাটা গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তার নাম রিমু আক্তার (১৪)।

রবিবার বিকেলে ওই শিক্ষার্থীর বাবা রিয়াজ উদ্দিন মির্জাপুর থানায় একই গ্রামের তায়িবুল ইসলাম নামে এক বখাটেসহ ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে তরফপুর ইউনিয়নের ধানচালা গ্রামের আনিছ মিয়ার বখাটে তাইবুল ইসলাম প্রায়ই কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি উত্ত্যক্ত করতো। কিন্ত এতে মেয়েটি রাজি না হওয়ায় বখাটে তাইবুল তাকে জোরপূর্বক তুলে নেয়াসহ হত্যার হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মেয়েটি বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় বখাটে তাইবুলসহ ৪/৫ জন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনায় রবিবার মেয়েটির বাবা ওই বখাটে ও তার বাবা আনিস ও চাচা জয়নালসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে থানায় অভিযোগ করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ইএস