ইরানের পরমাণু কর্মসূচি বিশ্বের জন্য হুমকি: বোল্টন

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০৯:৩৭ | আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১০:১৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং গোটা বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এছাড়া ইসরায়েলকে নজিরবিহীন বন্ধু বলেও উল্লেখ করেছেন তিনি। রবিবার রাতে অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর একথা বলেন বোল্টন।

এসময় ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরকে 'ঐতিহাসিক' ঘটনা বলে বর্ণনা করেন নেতানিয়াহু।

ইসরাইল সফর করতে পেরে সন্তোষ প্রকাশ করেন জন বোল্টন।

সম্প্রতি ইরানের চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তাদের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোক করেছে যুুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন আচরণে ক্ষুদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের মিত্রদেশসহ সারা বিশ্ব। এছাড়া ইরানের চুক্তি বাঁচিয়ে রাখতে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও চীন।

ঢাকাটাইমস/২০আগস্ট/একে