নীতিমালা অমান্য করে ভর্তি

ভিকারুননিসাকে সতর্ক করল মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৮, ১৮:৫৭

নীতিমালা অমান্য করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভবিষ্যতে নীতিমালার ব্যত্যয় ঘটালে এ শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান।

এর আগে গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয় জানতে চেয়েছিল কেন এ শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। চিঠির জবাবে মাফ চেয়েছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

বিষয়টি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে তুলে ধরা হলে মন্ত্রী প্রথমবার তাদের সতর্ক করার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সতর্কীকরণ চিঠি দিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে। এতে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে নীতিমালার ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী কোনও শিক্ষা প্রতিষ্ঠান যদি এ ধরনের কাজ করে তাহলে পাঠদান অনুমোদন ও অ্যাকাডেমিক স্বীকৃত বাতিল করার বিধান রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,মাধ্যমিক,নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ‘শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৭’অনুযায়ী ভিকরুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এন্ট্রি শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু ভিকানুননিসা স্কুল অ্যান্ড কলেজে ২০১৮ শিক্ষাবর্ষে ওই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে।

ঢাকাটাইমস/২০আগস্ট/এমএম/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :