ইউরোপের শীর্ষ লিগে বাংলাদেশি ফুটবলারের অভিষেক

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ১০:৫২ | আপডেট: ২১ আগস্ট ২০১৮, ১১:২০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ইউরোপের শীর্ষ লিগে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে নাম লেখালেন বাংলাদেশি রিয়াসাত খাতন। গত ১৮ আগস্ট ওয়েলশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় এই ফুটবলারের।

জার্মানিতে শৈশব ও কৈশোর পার করেছেন রিয়াসাত। তার বেড়ে উঠা ফ্রেইবুর্গের একাডেমিতে। যদিও ফুটবল ক্যারিয়ারকে এখনো প্রসারিত করতে পারেননি তিনি। এর মাঝে দুই বার দেশের জার্সিতে খেলার জন্য বাংলাদেশে এসেছেন তিনি। লাল-সবুজের জার্সিতে ২০১৫ সালে সিঙ্গাপুরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের খেলেছেন তিনি। তবে মূল ম্যাচে দেশের হয়ে এখনো খেলার সুযোগ হয়নি তার।

দুইদিন আগে প্রথম বাংলাদেশি হিসেবে ইউরোপের লিগে লানেল্লি টাউনের হয়ে চেফন ড্রুইডসের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি।

প্রথম বাংলাদেশি হিসেবে ইউরোপের লিগে খেলার আনন্দ নিয়ে রিয়াসাত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইতিহাসে লেখা থাকবে এটি, বাংলাদেশের ফুটবলের ইতিহাসেও লেখার মতোই কিছু এটি। ১৮ আগস্ট ওয়েলস প্রিমিয়ার লিগে লানেল্লি টাউন এফসির হয়ে প্রথম ম্যাচ খেললাম। এতে বাংলাদেশি হিসেবে জন্ম নেওয়া কোনো খেলোয়াড় হিসেবে এবং প্রথম বাংলাদেশি হিসেবে ইউরোপের কোনো দেশের শীর্ষ লিগে খেলা প্রথম খেলোয়াড় হয়েছি আমি। আশা করি এ বছর এবং ভবিষ্যতে এমন আরও ভালো খবর দেওয়া যাবে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এইচএ)