খুলনা-৪ উপনির্বাচন

আ.লীগের মনোনয়ন পেলেন সালাম মুর্শেদী

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ১১:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

খুলনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী।

সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাকে দলের মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২০ সেপ্টেম্বর খুলনা-৪ (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গত মঙ্গলবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৬ আগস্ট। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৮ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর।

সালাম মুর্শেদী ছিলেন তারকা ফুটবলার। তবে পরে তিনি পোশাক শিল্প ব্যবসায় যোগ দিয়েও সফল হন।

উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে খুলনা-৪ আসনটি শূন্য হয়। সুজা গত ২৬ জুলাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকাটাইমস/২১আগস্ট/এমআর