আত্মজীবনী ‘নো স্পিন’ নিয়ে আসছেন শেন ওয়ার্ন

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ২২:১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শতাব্দীর সেরা ডেলিভারিটা এসেছিল তাঁর হাত থেকেই৷ মাঠের বাইরেও অন্যতম বিতর্কিত চরিত্র তিনি। বাইশ গজে বল হাতে ভেলকি দেখিয়েছেন। বাইশ গজের বাইরেও বিতর্কে জড়িয়েছেন বহুবার। বল হাতে জাদু দেখিয়ে কিংবদন্তিদের কাতারে চলে গেছেন। সেই কিংবদন্তি সাবেক অসি লেগ স্পিনার শেন ওয়ার্নের আত্মজীবনী আসতে চলেছে আগামী অক্টোবরে।

৪ অক্টোবর, ২০১৮ প্রকাশিত হতে চলেছে লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্নের আত্মজীবনী ‘‌নো স্পিন’‌৷ ব্রিটিশ প্রকাশনা সংস্থা ইবুরি প্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‌নো স্পিন’‌ সারা বিশ্বেই ৪ অক্টোবর রিলিজ করবে৷ ‘‌নো স্পিন’‌ নামের পিছনেই লুকিয়ে রয়েছে যাবতীয় গল্প৷ যেখানে থাকছে ওয়ার্নের মাঠ ও মাঠের বাইরের অনেক অজানা গল্প৷ সংস্থার ডেপুটি পাবলিশার অ্যান্ড্রু গুডফেলো জানান, ‘‌ক্যারিয়ারে আমাদের সবচেয়ে বেশি যন্ত্রণা দিলেও শেন ওয়ার্ন ব্রিটিশ সমর্থক ও ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগায়৷ ওয়ার্নের অসাধারণ অবদানের কথা বাদ দিলে ক্রিকেটের কথা ভাবাই যায় না৷ এইরকম এক কিংবদন্তির আত্মজীবনী প্রকাশ করতে পেরে ইবুরি তরফে আমরা সম্মানিত৷’‌

ক্রিকেট কেরিয়ারে ১৪৫টি টেস্টে খেলেছেন ওয়ার্ন। উইকেট পেয়েছেন ৭০৮টি। রান করেছেন ৩১৫৪। ওয়ানডে ক্রিকেটে ১৯৪ ম্যাচে ওয়ার্ন পেয়েছেন ২৯৩ উইকেট। রান করেছেন ১০১৮। দেশকে নেতৃত্ব দিতে না পারলেও আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্ন। প্রথমবারই তাঁর নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। ‌‌

(ঢাকাটাইমস/২১আগস্ট/ডিএইচ)