বাটলার-স্টোকস লড়লেও জয়ই দেখছে ভারত

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ২২:৩০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ট্রেন্টব্রিজে হার এড়াতে লড়ছে স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু কাজটা এখনও অসম্ভব। এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২২৩ । তখনও ভারতের চেয়ে ২৯৬ রানে পিছিয়ে তারা। দিনের খেলা বাকি ছিল তখন ১০ ওভারের মতো। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন বাটলার। হাফ সেঞ্চুরি করেন বেন স্টোকস। ১০৬ রানে বাটলার ও ৫২ রানে স্টোকস ব্যাট করছিলেন।

মঙ্গলবার চতুর্থদিন মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ৮৪। একে একে ফিরে যান অ্যালিস্টার কুক (১৭), কিটন জেনিংস (১৩), জো রুট (১৩) এবং অলি পোপ (১৬)।

এদিন খেলার শুরুতেই ইশান্ত ফেরান কুককে। কিছুক্ষণ পর জেনিংসকেও ফেরালেন ইশান্ত। রুটকে ফেরান বুমরা। পোপকে ফেরান সামি। তবে এরপর ভারতীয় বোলারদের সামনে দেয়া হয়ে দাঁড়ান বেন স্টোকস এবং বাটলার। এরআগে ইংল্যান্ডের সামনে তৃতীয়দিনই ৫২১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। সিরিজে ০–২ পিছিয়ে ভারত।

 (ঢাকাটাইমস/২১আগস্ট/ডিএইচ)