ঈদ সকলের জন্য আনন্দ বয়ে আনুক: প্রধানমন্ত্রী

প্রকাশ | ২২ আগস্ট ২০১৮, ১২:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদ সকলের জন্য আনন্দ বয়ে আনুক। সকলের জন্য খুশি বয়ে আনুক। আমরা অনেক শোক বুকে নিয়েও জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।

বুধবার সকালে গণভবনে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

এ সময় দলীয় নেতাকর্মী, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ঈদে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী রাতদিন কাজ করে যাচ্ছে। যাতে সুষ্ঠুভাবে আপনারা ঈদ উদযাপন করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা ঈদে গ্রামের বাড়িতে গিয়েছেন, তাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতে আমরা কাজ করছি। মানুষের সেবা করা আমাদের কাজ। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের যেনো সেবা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকাটাইমস/২২আগস্ট/ডিএম