ভোটের বছর রাজনীতিতে ‘কৌশলী’ বিএনপি

নীলফামারী ও ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ২০:৩১ | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৮, ১৯:২৪

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি কৌশলী ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ভোটে আসবে কি না, এটা সরকারের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

ঈদুল ফিতরের পরদিন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর চত্বরে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি নেতা।

২০১৪ সালের নির্বাচন বর্জনের আগে বিএনপি রাজপথে আন্দোলন করেছে সহিংস। চলতি বছরের শেষ অথবা আগামী জানুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের বিষয়ে দলটির অবস্থান ধোঁয়াটে। তারা ভোটে যাওয়ার কথাও বলছে, আবার বর্জনের কথাও বলছে।

আবার দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হলে আগুন জ্বালানোর ঘোষণা এলেও পরে ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের পর তাদের কর্মূচি হয় শান্তিপূর্ণ। আর আন্দোলনের কোনো প্রস্তুতির তথ্যও মিলছে না।

এ বিষয়ে এক প্রশ্নে ফখরুল বলেন, ‘আমরা আমাদের কৌশল নিয়ে কাজ করছি। নির্বাচন সামনে রেখে অবশ্যই আমরা জনগণের কাছে যাব।’

‘শেষ মুহূর্তে রাজনীতির বিভিন্ন রকম পরিবর্তন হয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনে আছি; আন্দোলনে থাকব।’

আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না-জানতে চাইলে দলের মহাসচিব বলেন, ‘এটা নির্ভর করবে সরকারের ওপর। বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে তারা যদি নির্বাচনী পরিবেশ তৈরি করে, তবে।’

বিএনপি আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যা সমাধানে আগ্রহী জানিয়ে ফখরুল বলেন, ‘তবে এই সরকার তা চায় না।’

‘এই সরকার একটার পর একটা সমস্যা জিয়ে রেখে দেশে আরও একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই নিরপেক্ষ হয় না দাবি করে ফখরুল ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করেন। বলেন, ‘২০১৪ সালে আওয়ামী লীগ সরকার কথা দিয়েছিল, আলোচনার মাধ্যমে নির্বাচন পদ্ধতি বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু তারা তা করেনি। কথা দিয়ে কথা না রাখা, জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের চিরাচরিত ব্যাপার।’

পরে সড়ক পথে ঠাঁকুরগাওয়ে নিজ বাড়িতেও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফখরুল। এ সময় তিনি আবার সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, ‘আমেরিকার মত একটি দেশ যদি নর্থ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসে কথা বলতে পারে, তাহলে আমাদের নিজের দেশে আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বরতে পারব না কেন?’

‘গায়ের জোরে বললে হবে না যে কোনো সংকট নেই। আলোচনার মাধ্যমে সংকট দূর করতে হবে।’

‘দেশের মানুষ আছে, অন্যান্য দলগুলো আছে। সমান ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে তাদের ডেকে নিয়ে সমস্যার সমাধান করতে হবে।’

এ সময় ঈদের আগে ঠাকুরগাঁওয়ে যুবদলের চার নেতা-কর্মীর ‍বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবি জানান ফখরুল।

ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ-সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনিপর সাধারণ সম্পাদক তারিক আদনান এবং জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৩আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :