শ্রীপুরে প্রাইভেটকারে জনতার আগুনে বিকট বিস্ফোরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৮, ২৩:২২

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার আসপাডা মোড়ে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী এক মহিলাসহ দুজন আহত হয়েছে। এর জেরে স্থানীয় লোকজন প্রাইভেটকারে আগুন দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গাড়িটি পুরো ভস্মীভূত হয়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রাইভেটকার চালককে আটক করে পুলিশে দিয়েছে।

আটক প্রাইভেটকার চালক আল মাহমুদ (২৯) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মাদ্রাসা পাড়ার গোলাম মস্তুফার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিএন্ডবি বাজারের আসপাড়া মোড় এলাকায় পলক ফিলিং স্টেশনের পাশে একটি মোটরসাইকেল ইউটার্ন নিচ্ছিল। এই সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার মোটরসাইলেকটিকে ধাক্কা দিলে এক নারীসহ বাইকের দুই আরোহী গুরুতর আহত হন।

এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয় এর সিলিন্ডার। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে গাড়িটি ভস্মীভূত হয়।

গুরুতর আহত দুজনকে প্রথমে মাওনা চৌরাস্তার এ কে মেমোরিয়াল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :