যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৮, ১২:৫৭

যশোরের মনিরামপুর রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে৷

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর গ্রামের কামরুল ইসলাম মোল্যার মেয়ে হুমায়রা খাতুন (১৩) দুপুরে গোসল করার জন্য নিজ বাড়ির বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

এদিকে, একই গ্রামে খালা বাড়ী বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে সাজিয়া কবীর (১৩) নামের আরও এক স্কুল ছাত্রী মারা যান। তিনি যশোর শহরের কাজীপাড়ার শাহরিয়ার কবীরের মেয়ে ও ঢাকা উদায়ন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, চন্ডিপুর গ্রামের আসাদুল হক আসাদের বাড়ীতে শাহরিয়ার কবীরের পরিবার বেড়াতে আসে৷ পরে স্থানীয় একটি পুকুরে দুপুরে গোসল করতে যান সাজিয়া কবীরসহ ৪-৫জন ছেলে-মেয়ে৷ এর মধ্যে সাজিয়া কবীর ওই পুকুরের পানিতে ডুবে যায়৷ অনেক খোঁজাখুজির তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে করতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

স্থানীয় ইউপি সদস্য মাহাবুর রহমান দুই স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :