নতুন দুই ক্যামেরা আনলো নিকন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৮, ১০:৩৭

নতুন দুই ক্যামেরা আনলো বিখ্যাত ক্যামেরা ও ইমেজিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নিকন। এগুলো হলো-জেড সিক্স এবং জেড সেভেন। এর আগে সপ্তাহ দুই আগে ক্যামেরা দুইটির টিজার প্রকাশ করেছিল নিকন। অবশেষে এগুলো বাজারে এলো।

নতুন ক্যামেরা দুটি ফুল ফ্রেম ডিজাইনে তৈরি মিররলেস ক্যামেরা। জেড সিরিজের ক্যামেরাগুলো নিকনের জনপ্রিয় সিরিজ।

নিকন জেড সেভেন ক্যামেরায় রয়েছে ৪৫.৭ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম সেন্সর। এর আইএসও রেঞ্জ ৬৪-২৫৬০০। এতে হাইব্রিড ফেস ডিটেক্ট অটোফোকাস প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর ৪৯৩ পয়েন্ট ফ্রেমের ৯০ শতাংশ কভার করবে। এই মডেলের ক্যামেরায় প্রতি সেকেন্ডে নয়টি ফ্রেম ধারণ করতে পারে। যা নিকন ডি৮৫০ এর চেয়ে ২ এফপিএস দ্রুতগামী।

অন্যদিকে জেড সিক্স মডেলের নতুন নিকন ক্যামেরায় রয়েছে ২৪.৫ মেগাপিক্সেলের সেন্সর। এর আইএসও রেঞ্জ ১০০-৫১২০০। এর হাইব্রিড পিডিএএফ এবং ২৭৩ পয়েন্ট ফ্রেমের ৯০ শতাংশ জায়গা কভার করতে পারে।

কনটিনিউয়াস শুটিং মোডে ক্যামেরাটি ১২এফপিএস শুট করতে পারে।

উভয় মডেলের ক্যামেরায় বডি ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এগুলোতে ইলেকট্রোনিক ভিউফাইন্ডার রয়েছে। এর রেজুলেশন ৩.৬এম ডট।

নিকন জেড সেভেনের দাম ৩৪০০ ডলার। জেড সিক্সের দাম ২৬০০ ডলার। এই দামে শুধু বডি পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :