তুরাগে নিখোঁজ শিশু উদ্ধার হয়নি, সকালে ফের অভিযান

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৮, ২০:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু নাদিমকে উদ্ধার করা যায়নি। আট বছরের শিশুটিকে উদ্ধারে রবিবার সকালে অভিযান চালাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার বিকাল তিনটার দিকে বোনের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় নাদিম। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করে বিফল হওয়ার পর বিকাল চারটার উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টানা চার ঘন্টা অভিযানেও উদ্ধার হয়নি নিখোঁজ নাদিম।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ইউনূস আলী।

ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘শিশুটি যেখানে নিখোঁজ হয়েছে, সেখানে পানির একটি পাক রয়েছে। এছাড়া নদীতে স্রোতও বেশি। একারণে নিখোঁজ শিশুটি কোন দিকে গেছে বোঝা যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। রবিবার সকাল থেকে আবার অভিযান শুরু করব।’

ঢাকাটাইমস/২৫আগস্ট/কারই/ডিএম