জামালপুরের প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৮, ২২:১৫

জামালপুরের ইসলামপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আনছার আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আশরাফ (২৫) ও আকুল (২৩) নামে দুই যুবক।

শনিবার সকাল ১১ টায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনছার আলী মালপাড়া গ্রামের মৃত বুচা সর্দারের ছেলে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল (১৮) ও বিপুল(২০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জানান, শুক্রবার সন্ধ্যায় আনছার আলী মোটরসাইকেল যোগে যাওয়ার পথে আবেদ উদ্দিনের(৫০) শরীরে ধাক্কা লাগে। তাদের মধ্যে পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টায় আনছার আলী ও আবেদ উদ্দিনের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষ লাঠিসোঠা নিয়ে সংর্ঘষ লিপ্ত হয়।

আবেদ উদ্দিনের লোকজন আনছার আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। আহত আনছার আলীকে স্থানীয় লোকজন উদ্ধার করে আশংকাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আরো অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। এ ব্যপারে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি শাহিনুজ্জামান খান জানান।

ঢাকাটাইমস/২৫আগস্ট/প্রতিনিধি/ ইএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :