এখনও সন্ধান মিলেনি শিশু নাদিমের

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৮, ১৪:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শনিবার বিকাল তিনটার দিকে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাত বছর বয়সী নাদিম। ওইদিন নানাভাবে খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা। অব্যাহত অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার সকাল ছয়টা থেকে পুনরায় অভিযানে নামে ফায়ার সার্ভিস। অভিযানটির পরিচালক স্টেশন অফিসার ইউনূস আলী ঢাকাটাইমসকে বলেন, ‘নদীতে প্রচণ্ড স্রোত। বাচ্চাটি কোনদিকে গেছে বোঝা যাচ্ছে না। আমরা আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় সার্চ অভিযান চালিয়েছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

স্টেশন অফিসার আরও বলেন, ‘শিশুটি নিখোঁজ হয়েছে প্রায় ২১ ঘণ্টার বেশি। এই সময়ের মধ্যে বডি ভেসে ওঠার কথা। কোনো কোনো ক্ষেত্রে ২৪ ঘণ্টাও সময় লাগে। আমরা স্থানীয়দের সহযোগিতায় নদীর আশপাশের তীরগুলোতেও এবং নদীর পাশের ছোট ছোট খালগুলোতে সার্চ অভিযান পরিচালনা করছি।’ 

শনিবার বিকাল তিনটার দিকে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় একই পরিবারের লামিয়া (৯) ও নাদিম (৭)। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লামিয়াকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয় নাদিম। 

(ঢাকাটাইমস/২৬আগস্ট/কারই/জেবি)