শিশু নাদিমের খোঁজ মেলেনি, অভিযান সমাপ্ত

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৮, ২১:৩৪ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮, ২২:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তুরাগ নদীতে নিখোঁজ শিশু নাদিমের খোঁজ মেলেনি। উদ্ধার অভিযানের ২৬ ঘণ্টা পর অভিযান সমাপ্ত ঘোষণা করল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার বিকেল তিনটার দিকে তুরাগ নদীর ঢাকা উদ্যান ইট বালুর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু নাদিম (৭)। স্থানীয়দের চেষ্টার পর শিশুটিকে খুঁজে পাওয়া না গেলে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার বিকেল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেও হদিস মেলেনি শিশু নাদিমের। রবিবার সকাল ৬ টা থেকে পুনরায় উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্ধ্যা ৭ পর্যন্ত খোঁজাখুঁজির পরেও মেলেনি নাদিম।

পরে উদ্ধার অভিযান সমাপ্ত করেন অভিযান পরিচালক স্টেশন অফিসার মো. ইউনূস আলী।

ঢাকাটাইমসকে তিনি বলেন, 'আমরা দুই দিন সার্চ অভিযান পরিচালনা করেছি। তারপরেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি৷ আজও আমরা চারটা ট্রলার নিয়ে বিভিন্ন দিকে লোকজন পাঠিয়েছি। তারপরেও বাচ্চাটিকে পাওয়া যায়নি।'

তিনি আরো বলেন, 'আমাদের ডুবুরিরা আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা খুঁজেছে। বাচ্চাটা যদি আশপাশে থাকত তাহলে তাকে পাওয়া যেত। যদি কোথাও মরদেহ দেখা যায় এবং তা উদ্ধার করতে আমাদের সহযোগিতা প্র‍য়োজন পরে তাহলে আমাদের জানানোর জন্য আমরা স্থানীয়দের বলেছি। সেই সাথে আমাদের উদ্ধার অভিযান আজ সন্ধ্যা সাতটায় আমরা সমাপ্ত করেছি।'

ঢাকাটাইমস/২৬আগস্ট/কারই/ইএস