জমি নিয়ে বিরোধ, হামলায় একজন নিহত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৮, ২১:৪০

জেলার কাউখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

নিহত মাহাফুজুর রহমান উপজেলার নাঙ্গুলী গ্রামের আ. কাদের মিয়া পুত্র।

রবিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান।

উপজেলার নাঙ্গুলী গ্রামের মাওলানা নজরুল ইসলাম তার নিজের জমিতে পানি চলাচলের জলাশয় বাঁধ নির্মাণ করতে গেলে একই গ্রামের ইউনুচ খানের পরিবার ও তার আত্মীয় স্বজন বাধা দিলে এক সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষের হামলায় মাহাফুজুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আব্দুল লতিফ, জাহিদ হোসেন, রাহিলা বেগম, তাসলিমা বেগম গুরুতর জখম হন। এদেরকে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে প্রেরণ করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরে মাহাফুজুর রহমান মারা যান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :